বিশ্বকাপের স্বপ্ন শেষ হতে পারে ভারতের যে ৫ ক্রিকেটারের - Chuadanga News | চুয়াডাঙ্গা নিউজ | ২৪ ঘন্টাই সংবাদ

Sidebar Ads

test banner

সর্বশেষ খরব

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 15, 2018

বিশ্বকাপের স্বপ্ন শেষ হতে পারে ভারতের যে ৫ ক্রিকেটারের


হাতে মাত্র সাত মাস, তারপর শুরু হতে যাচ্ছে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ। তবে প্রথম সারির দলগুলি এখন থেকেই বিশ্বকাপকের প্রস্তুতিটা অনেকেটাই সেরে ফেলেছে৷ এশিয়া কাপ জিতে বিশ্বকাপের মহড়টা কিছুটা হলেও সেরে নিয়েছে ভারত৷ 
বর্তমানে ভারত ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ খেলছে। এরপর নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটদের অগ্নিপরীক্ষা৷ ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ শুরুর আগে আরও কয়েকটি ওয়ানডে ম্যাচ পাবে ভারতীয় দল৷ চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই ম্যাচগুলোতেই৷ এবার একনজরে এবার দেখে নিন ভারতের পাঁচ ক্রিকেটার যাদের বিশ্বকাপ স্বপ্ন হয়ত শেষ-
১) রবিচন্দ্রন অশ্বিন- 
ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে সুইং সহায়ক উইকেটে তিন পেসার বা চার পেসারের পথে হাঁটতে হবে কোহলিকে৷ সেক্ষেত্রে দুই স্পিনার খেলালে কোহলির পছন্দের তালিকায় এগিয়ে থাকবে কুলদীপ আর চাহাল৷
সেই তুলনায় অশ্বিন-জাদেজারা সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে জায়গা হারিয়েছেন৷ নতুনদের ভিড়ে দুই সিনিয়র স্পিনারের জায়গা হয়েছে টেস্ট দলে৷ জাদেজা তবুও ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরে এশিয়া কাপে বিপক্ষ ব্যাটসম্যানদের হাঁটু কাপিয়ে দিয়েছেন৷
তুলনায় অশ্বিন সাম্প্রতিক সময়ে সীমিত ওভারে আর সুযোগ পান না৷ শেষবার ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে খেলেছিলেন অ্যাশ৷ ফলে বলার অপেক্ষা রাখে না বিশ্বকাপের দল থেকে ছাঁটাই হতে পারেন দক্ষিণী এই স্পিনার৷
২) দীনেশ কার্তিক-
মিডল অর্ডারে এই কিপার ব্যাটসম্যান নিদাহাস ট্রফির নায়ক৷ সীমিত ওভারে অবশ্যই তার ব্যাটিং নজর কাড়ে৷ বিশেষ করে নিদাহাস ট্রফির ফাইনালে ৮ বলে তার ২৯ রানের ইনিংস তারিফযোগ্য৷ এরপর তারুণ্যে ভরপুর বিরাটের দলে জায়গা পাকা করতে কালঘাম ঝড়াতে হয়েছে দীনেশকে৷ বিশ্বকাপে ধোনি থাকছেন৷ বিকল্প কিপার হিসেবে টিমের থিঙ্কট্যাঙ্কে ঢুকে পড়েছে ঋষভের নাম৷
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ডাক পেয়েছেন ঋষভ৷ টুর্নামেন্টে ভাল পারফর্ম্যান্স পন্তকে অস্ট্রেলিয়া সফরের সীমিত ওভারের সিরিজের টিকিট পাকা করে দিতে পারে৷ বড়সড় কোন বদল না হলে বিশ্বকাপের দলে ঢোকা হচ্ছে না দীনেশের৷
৩) অজিংকা রাহানে- 
ইংল্যান্ডের মাটিতে রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান অবশ্যই কোহলির দলে ব্যাটিং স্তম্ভ৷ কিন্তু চার নম্বরে তিনি সুযোগ পাবেন কিনা, তাতে অনেক সন্দেহ রয়েছে৷ ওপেনিংয়ে রোহিত-ধাওয়ান৷ তিনে বিরাট,চারে রাহুল বা কেদার যাদব৷ রাহানেকে রিপ্লেস করতে পারেন রাহুল৷
কারণ একটাই রাহানের চেয়ে দ্রুত ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন রাহুল৷ পাঁচে ধোনি, ছয়ে অলরাউন্ডার হার্দিক বা জাদেজা৷ ফলে রাহানের জায়গা এখনও কিন্তু পাকা নয়৷ তবে এখনও হাতে সাত মাস৷ অনেক অঙ্কই পাল্টে যেতে পারে এই কয়েক মাসে৷
৪)যুবরাজ সিং– 
ভারতের হয়ে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে ছিলেন৷ সেটা ২০১৭ সালে৷ এরপর দলে অনেক বদল হয়েছে৷ মিডল অর্ডারে একাধিক নতুন মুখ৷ রাহুল, কেদার যাদব, আম্বাতি রায়ডু, মনীশ পাণ্ডেদের ভিড়ে যুবি এখন সুযোগ পাবেন এটা ভাবাটাও দিবাস্বপ্ন৷ দু’বারের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যানকে ২০১৯ বিশ্বকাপে হয়ত দলের বাইরেই থাকতে হতে পারে৷
৫) সুরেশ রায়না- 
যুবরাজের মতো সুরেশ রায়নাও ওয়ানডে ক্রিকেটের কক্ষপথ থেকে অনেক দূরে৷ চলতি বছরে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেললেও বর্তমান দলে তার জায়গা সেভাবে পাকা নয়৷ দুই সফরেই কেদার যাদব না থাকায় সুযোগ পেয়েছিলেন রায়না৷ দলে ফিরে এশিয়া কাপটা দারুণ গেছে কেদারের। ফলে বিশ্বকাপের দলে জায়গা পাকা করতে ঘাম ঝড়াতে হবে রায়নাকে৷

Post Bottom Ad

Responsive Ads Here