
নাসারন্ধ্রের রক্তনালি থেকে রক্তক্ষরণের কারণে নাক দিয়ে রক্ত পড়ে। এটি খুব সাধারণ একটি বিষয়। নাক দিয়ে রক্ত পড়া নিজে কোনো রোগ নয়, এটি বিভিন্ন রোগের লক্ষণ মাত্র। চিকিৎসার পরিভাষায় একে বলে অ্যাপিসট্যাক্সিস।
যেকোনো মানুষের হঠাৎ করে নাক দিয়ে রক্ত পড়তে পারে, বিশেষ করে ছোট ছেলে-মেয়েদের মধ্যে এই উপসর্গটি বেশি দেখা যায়। এটি নাকের একপাশ দিয়ে অথবা উভয় পাশ দিয়ে হতে পারে।
নাক দিয়ে রক্ত পড়া বেশির ভাগ ক্ষেত্রে একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো এতে জীবনের ঝুঁকি তৈরি হতে পারে।
কারণ
বিভিন্ন কারণে নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটে, যেমন—
বিভিন্ন কারণে নাক দিয়ে রক্তপাতের ঘটনা ঘটে, যেমন—
নাকে আঘাত
জোরপূর্বক বারবার হাঁচি
নাকে খোঁচাখুঁচি করা
মাথার খুলি ফেটে যাওয়া
নাকের পলিপ
সাইনোসাইটিস
প্রদাহ
মাথায় আঘাত
অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ
রক্তস্বল্পতা বা অন্য কোনো রক্তরোগ
রক্ত জমাট বাঁধতে সমস্যা হয় এমন কোনো রোগ যেমন—প্লাটিলেট কমে যাওয়া, লিউকেমিয়া বা রক্তের ক্যান্সার ইত্যাদিতে নাক দিয়ে রক্তপাত হতে পারে।
করণীয়
রোগীকে প্রথমে একটি চেয়ারে সামনের দিকে ঝুঁকে বসানোর ব্যবস্থা করুন।
নাকের নরম অংশ চেপে ধরে মুখ দিয়ে শ্বাস নিতে বলুন।
যদি মুখের মধ্যে কোনো রক্ত থাকে, তাহলে রোগীকে বলুন সেটা থুতুর সঙ্গে ফেলে দিতে। রক্ত গিলে খেলে কিন্তু বমি হতে পারে।
এভাবে করতে থাকুন। ১০ মিনিট পর নাক ছেড়ে দিন।
রোগীকে মাথা তুলতে বারণ করুন।
রক্তপাত বন্ধ করার সময় রোগীকে দুশ্চিন্তা করতে পুরোপুরি নিষেধ করে তাকে স্বাভাবিক থাকতে বলুন।
যদি ৩০ মিনিটের মধ্যে রক্তক্ষরণ বন্ধ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।
লেখক : সহযোগী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমাটোলজি বিভাগ
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, ঢাকা।