কাটাকুটি, রান্না, ধোয়ামোছাসহ কত কাজ রসুইঘরে। রান্নার পাশাপাশি একই সঙ্গে আরো নানা রকম কাজ হাজির হয় ছোট্ট হেঁশেলে। খানিকটা কৌশলী না হলে তাই কাজ তো কমবেই না বরং উটকো ঝামেলা হয়ে ধরা দেবে। রান্নাঘরের ঝুটঝামেলা কমাতে জেনে নিন কিছু প্রয়োজনীয় গৃহস্থালি টিপস―
রান্না কিংবা ভর্তা করার সময় হাত দিয়ে কাঁচামরিচ কচলে নিলে জ্বালাপোড়া করে হাত।
জ্বলুনি কমাতে ঠাণ্ডা দুধে হাত ডুবিয়ে রাখুন কয়েক মিনিট। দেখবেন জ্বলুনি উধাও। এ ছাড়া দুই টেবিল চামচ লেবুর রসের সঙ্গে পানি মিশিয়ে সেখানে হাত ডুবিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।