এ ধরনের চিরুনি ব্যবহারে সমস্যার সমাধান টানা যায় অনেকটাই। কিন্তু কাঠের চিরুনিতেও রয়েছে রকমভেদ। কোন ধরনের কাঠের চিরুনি কোন সমস্যা সমাধানে ব্যবহার করবেন জেনে নিন-
চুলের জন্য
সব দাঁত সমান হয় এবং সাধারণ ধাঁচের চিরুনিগুলো মূলত তৈরি হয় চুলের জন্য। এই ধরনের চিরুনিগুলো চুল আঁচড়ানোর জন্য ব্যবহৃত হয়।
চুল ভেঙে যাওয়া এবং পড়ে যাওয়া রোধে কাজ করে সাধারণ দেখতে চিরুনিগুলো। সব দৈর্ঘ্যের চুলের জন্য প্রযোজ্য এ ধরনের চিরুনি।
মাথার ত্বক বা স্ক্যাল্পের জন্য
এই চিরুনিগুলোর বিশেষত্ব হলো এর দাঁতগুলো বেশ মসৃণ এবং গোলাকার। এজন্য যখন মাথার ত্বকে চিরুনি চালানো হয় তখন দ্রুত রক্ত সঞ্চালিত হয়।
আর কে না জানে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালো হলে চুল পড়া কমে যায়।
স্টাইলিংয়ের জন্য
কাঠের চিরুনির মধ্যে সবচেয়ে সূক্ষ্ম এবং চিকন চিরুনি যেসব সেসব মূলত চুল সেট করতে কিংবা নানারকম স্টাইলিংয়ের জন্য ব্যবহার করা হয়।