ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। দীর্ঘদিন পর ব্যাট হাতে নেমে ধ্বংযজ্ঞ চালাচ্ছেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নিয়েছেন হেড। বিশ্বকাপে যা কোনো অস্ট্রেলিয়া ব্যাটারের দ্বিতীয় দ্রুততম।
অন্যপ্রান্তে থেমে নেই আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। ২৮ বলে পঞ্চাশ পূর্ণ করেছেন তিনি। ছুঁটছেন বিশ্বকাপের হ্যাটট্রিক সেঞ্চুরির পথে।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে বিনা উইকেটে ১১৮ রান তুলেছে অস্ট্রেলিয়া।
দুই ব্যাটারের সামনে অসহায় নিউজিল্যান্ডের বোলাররা।
বিশ্বকাপের শুরুতে অস্টেলিয়াকে ঠিক যেন অস্ট্রেলিয়া মনে হচ্ছিল না। নিজেদের প্রথম দুই ম্যাচে হার অজিদের। এরপর টানা ৩ ম্যাচ জিতে ঘুরে দাড়িয়েছে তারা।