এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। সাত ম্যাচের পাঁচটিতেই আগে ব্যাট করে রান করেছেন তিন শর ওপরে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের ইনিংসও খেলেছেন প্রোটিয়া ব্যাটাররা। এর মধ্যে চারবারই তারা পেরিয়েছেন সাড়ে তিন শ রানের ঘর।
শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন রেকর্ড ৪২৮ রান। মারকুটে ব্যাটিংয়ে ছক্কার রেকর্ডও গড়েছে দলটি। এক বিশ্বকাপে এখন সবচেয়ে বেশি ছক্কা মারার কীর্তি প্রোটিয়াদের দখলে।
এবারের আসরে সাত ইনিংসে মোট ৮২টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা।
এর আগে এই কীর্তি ছিল ইংল্যান্ডের দখলে। গত আসরে ১১ ইনিংসে ইংলিশরা ছক্কা মেরেছিল ৭৬টি। এর পরের অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৫ আসরে তারা মেরেছিল ৬৮টি ছয়।
২০০৭ আসরে ৬৭টি ছক্কা মেরেছিল অস্ট্রেলিয়া।
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছে দক্ষিণ আফ্রিকা। আর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫টি মেরেছেন ডি ককরা। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪ এবং ইংল্যান্ড ম্যাচে ১৩টি ছয় মারে প্রোটিয়ারা।